প্রকাশিত: Tue, Jul 4, 2023 11:52 PM
আপডেট: Wed, May 7, 2025 5:00 AM

ৃ[১]ফের বাড়ছে কাঁচা মরিচের দাম

মনজুর এ আজিজ: [২] আমদানির পর কাঁচা মরিচের দাম ২০০ টাকার ঘরে নামলেও মঙ্গলবার ফের বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যটির দাম। রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩৬০ টাকা কেজি দরে। বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে দাম বাড়ছে বলে জানালেন ব্যসায়ীরা।  

[৩] কারওয়ান বাজারের মরিচ ব্যবসায়ী বাচ্চু মিয়া বলেন, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ কম থাকায় আমদানির পরেও দামে লাগাম টানা যাচ্ছে না। সরবরাহ কম হওয়াতে একদিনের ব্যবধানে পণ্যটির দাম কেজিপ্রতি ১০০ টাকা বেড়ে গেছে।

[৪] দেখা যায়, এক পোয়া (২৫০ গ্রাম) কাঁচা মরিচ ব্যবসায়ীরা বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকা। আর এক কেজি বিক্রি করছেন ৩০০ থেকে ৩২০ টাকা। আবার কোনও কোনও দোকানি এক পোয়া মরিচ ১০০ টাকাও বিক্রি করছেন।

[৫] এ প্রসঙ্গে পাইকারি কাঁচা মরিচ ব্যবসায়ী রাসেল শেখ জানান, সরবরাহ কম হওয়ায় পাইকারিতেও ফের কাঁচা মরিচের দাম বেড়েছে। এখন প্রতি পাল্লা (৫ কেজি) মরিচ বিক্রি হচ্ছে ১২০০ টাকায়। অর্থাৎ প্রতি কেজি মরিচের দাম পড়ছে ২৪০ টাকা। আর ভারত থেকে আমদানি হওয়া কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১৩০০ টাকা পাল্লা। সোমবার মরিচের দাম ৮০০ টাকা পাল্লায় নেমেছিল।

[৬] তিনি জানান, বৃষ্টির কারণে দেশি মরিচের সরবরাহ অনেক কম। তাছাড়া ভারতের মরিচও সামান্য পরিমাণে আমদানি হয়েছে। এ কারণেই একদিনের ব্যবধানে আবারও দাম বেড়ে গেছে। কারণ সরবরাহের উপর কাঁচামালের দাম ওঠানামা করে। ঈদের পর এক পাল্লা মরিচ ৩ হাজার টাকায় উঠেছিল। এখন অর্ধেকে নেমেছে।

[৭] দেশে কয়েক সপ্তাহ ধরে কাঁচা মরিচের বাজার অস্থির হয়ে উঠে। ঈদের আগে পরে প্রতিকেজি মরিচের দাম ১০০০-১২০০ টাকায় উঠেছিল। হঠাৎ অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় আমদানির অনুমতি দেয় সরকার। এরপর দাম কিছুটা নিয়ন্ত্রণে আসলেও ঈদের ছুটিতে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় ফের অস্থিতিশীল হয়ে উঠে মরিচের বাজার। সম্পাদনা: শামসুল হক বসুনিয়া